একদিকে সাম্প্রদায়িক বিজেপির ফ্যাসিবাদী উত্থানকে ঠেকাতে ভোটারদের একাংশ তৃণমূলের দিকে গেছে, অন্যদিকে আঞ্চলিক স্তরে তৃণমূলের লুম্পেনরাজকে ঠেকাতে ভোটারদের একাংশ গেছে বিজেপির দিকে। তৃণমূলের আঞ্চলিক লুম্পেনরাজের বিরুদ্ধে জনমতকে মুসলিম বিরোধী জনমতে পরিবর্তিত করতে বিজেপি সচেষ্ট। এখন তাহলে কী উপায়? সন্ধান করলেন সৌম্য মণ্ডল
by সৌম্য মণ্ডল | 24 March, 2025 | 572 | Tags : TMC BJP Left Unity Assembly Election 2026